পোস্টগুলি

শরিফ খাঁন সারা দুনিয়ায় এখন আলোচনার বিষয় একটিই। আর সেটি হলো ‘ব্রেক্সিট’। এই ব্রেক্সিট নিয়ে আলোচনা করতে গিয়ে আমি দেখেছি, আমাদের দেশের মানুষ দুই-তিনটি মারাত্মক বিভ্রান্তিতে ভুগছেন। একটি হলো, ব্রেক্সিট মানে কি, সেটি অনেকের কাছে ধোঁয়াশা। ব্রেক্সিট শব্দটি কীভাবে এলো সেটা নিয়েও অনেকে অন্ধকারে আছেন। আরেকটি বিষয় নিয়েও আমাদের দেশে বিভ্রান্তি আছে। সেটি হলোÑ লন্ডন, ইংল্যান্ড, ব্রিটেন, গ্রেট ব্রিটেন, ইউকে, যুক্তরাজ্য ইত্যাদি নিয়ে। বিভ্রান্তিটা কত ব্যাপক তার একটি উদাহরণ দিচ্ছি। ঢাকার একটি নাম করা ও পুরাতন পত্রিকায় ব্রেক্সিট সম্পর্কে সম্পাদকীয় লেখা হয়েছে। এই সম্পাদকীয়ের অনেক জায়গায় বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ব্রিটেন বেরিয়ে যাচ্ছে। এই কথাটি অনেক জায়গায় লেখা হয়েছে। ইইউ থেকে কি শুধু ব্রিটেন বেরিয়ে যাচ্ছে? নাকি গোটা ইউকেই বেরিয়ে যাচ্ছে? আমার এই প্রশ্নে আপনাদের অনেকেও অবাক হচ্ছেন, তাই না? অবাক হওয়ারই কথা। তবে আমি শীঘ্রই বিষয়টি পরিষ্কার করে দেব। তার আগে ব্রেক্সিট শব্দ নিয়ে দুটি কথা। বেশ কয়েক বছর আগে একটি শব্দ নিয়ে কিছু শিক্ষিত মানুষের মধ